New Update
/anm-bengali/media/post_banners/58K1k21ZPdS0Sd2Ycpr1.jpg)
নিজস্ব সংবাদদাতা: ফের আলোচনায় চিনের সেনা। অভিযোগ, তাইওয়ানের প্রতিরক্ষা বলয়ে প্রবেশ করেছে ২৯টি চিনা যুদ্ধ বিমান। ড্রাগন দেশকে জবাব দিতে তাইওয়ানের পক্ষ থেকেও দেওয়া হয়েছে পাল্টা। তারাও যুদ্ধ বিমান পাঠিয়েছে চিনের আকাশে।
জানা গিয়েছে, মঙ্গলবার তাইওয়ানের 'এয়ার ডিফেন্স জোনে' ঢুকে পড়েছিল চিনের ২৯টি যুদ্ধবিমান। যার মধ্যে ছিল ১৭টি ফাইটার জেট, ৬টি এইচ-৬ বোমারু বিমান।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us