পোলিয়োর টিকায় নারাজ একাংশ

author-image
Harmeet
New Update
পোলিয়োর টিকায় নারাজ একাংশ

নিজস্ব সংবাদদাতাঃ স্থানীয় ইমামদের মাধ্যমে প্রচার চালানো সত্ত্বেও পোলিয়ো টিকাকরণে আগ্রহ দেখাচ্ছেন না মেটিয়াবুরুজ এলাকার বাসিন্দাদের একটি অংশ। করোনার জন্য দু’বছর বন্ধ থাকার পরে গত রবিবার বুথভিত্তিক পোলিয়ো টিকাকরণ কর্মসূচি শুরু করা হয়েছে। সোমবার বাড়ি বাড়ি গিয়ে পোলিয়োর টিকা দিয়ে এসেছেন কলকাতা পুরসভার স্বাস্থ্যকর্মীরা।




কিন্তু পুরসভার স্বাস্থ্য বিভাগ সূত্রের খবর, গত দু’দিনে মেটিয়াবুরুজ তথা ১৩৯, ১৪০ ও ১৪১ নম্বর ওয়ার্ডের বেশ কিছু বাসিন্দা সন্তানদের পোলিয়ো খাওয়াতে রাজি হননি। বিষয়টি নিয়ে চিন্তায় পুরকর্তারা। তাঁরা জানান, ওই এলাকার সমস্ত শিশু যাতে পোলিয়োর টিকা পায়, তার জন্য জোরদার প্রচার চালানো হবে। এই উদ্যোগে স্থানীয় ইমামদের আরও বেশি করে যুক্ত করতে চায় পুরসভা।