/anm-bengali/media/post_banners/kDPr3zsA2ilsn5u6XBxt.jpg)
নিজস্ব সংবাদদাতা: বাবা আগে না দল আগে? এই প্রশ্নের সামনে দাঁড়িয়ে যশবন্ত সিনহার ছেলে জয়ন্ত সিনহা। তাঁর বাবা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহাকে বিজেপির দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে মনোনীত করেছে বিরোধী দলের জট। এদিকে জয়ন্ত সিনহা বিজেপি সাংসদ।
"দ্রৌপদী মুর্মুজিকে এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী করার জন্য আন্তরিক অভিনন্দন। তাঁর জীবন সর্বদা উপজাতীয় সমাজ এবং দরিদ্র কল্যাণের জন্য নিবেদিত। এই সিদ্ধান্তের জন্য, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে ধন্যবাদ জানাই," সামাজিক মাধ্যমে বলেছেন সিনহা।
Presidential polls: Family affair vs party commitment for BJP MP Jayant Sinha
Read @ANI Story | https://t.co/g80o0Wdg4w#JayantSinha#PresidentialElection#YashwantSinha#PresidentialElections2022#TrendingNowpic.twitter.com/CYctmdSm7o— ANI Digital (@ani_digital) June 22, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us