মহারাষ্ট্রের রাজনৈতিক সংকটে সক্রিয় শরদ

author-image
Harmeet
New Update
মহারাষ্ট্রের রাজনৈতিক সংকটে সক্রিয় শরদ

নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রে বিধানসভা ভাঙার আশঙ্কা। বুধবার সকাল থেকে সেখানে চাপা উত্তেজনা। ছুটে গিয়েছেন খোদ শরদ পাওয়ার। মুম্বইয়ের ওয়াইবি চহ্বান কেন্দ্রে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে শরদ পাওয়ারের গাড়ি। এনসিপি প্রধান ছাড়াও সেখানে রয়েছেন একাধিক নামকরা নেতা। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাতিল, মন্ত্রী জয়ন্ত পাটিল ও বালাসাহেব পাতিল আজ সকালে পাওয়ারের বাসভবনে তাঁর সঙ্গে দেখা করেছিলেন।