সকাল থেকে আকাশের মুখভার, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা

author-image
Harmeet
New Update
সকাল থেকে আকাশের মুখভার, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণবঙ্গে বর্ষা এসে পৌঁছাতে না পৌঁছাতেই উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। একটানা ভারী বর্ষণে জলমগ্ন শিলিগুড়ি। দার্জিলিঙে ধস নেমে বহু রাস্তা অবরুদ্ধ। এদিকে বুধবার সকাল থেকেই কলকাতার আকাশে মেঘের আনাগোনা। বেলা বাড়লেও রোদ্দুর তেমন জোরাল নয়। আজ কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর জেরে বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। তবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে কোথাও কোথাও। বৃষ্টি হলেও গরম এখনই কমছে না। চলতি মাসের শেষের দিকে দক্ষিণবঙ্গে মৌসুমিবায়ু সক্রিয় হবে।

৩০ জুনের পরে বাড়বে বৃষ্টি। কমবে গরম। তাপমাত্রা তখন অনেকটাই নামবে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৮ শতাংশ। সর্বনিম্ন ৬০ শতাংশ।