New Update
/anm-bengali/media/post_banners/rvtveSpnp3FmIEHqWmn4.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ টালমাটাল মহারাষ্ট্রের রাজ্য রাজনীতি। যদিও ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় শিবসেনা। মহারাষ্ট্রের জোট সরকারের চিন্তা বাড়িয়ে বিদ্রোহের ঘোষণা করেছেন শিবসেনা নেতা একনাথ শিন্ডে। তাঁর সঙ্গে যোগ দিয়েছেন একাধিক বিধায়ক। ইতিমধ্যে সুরাট থেকে বিজেপি শাসিত রাজ্য আসামে পাড়ি দিয়েছেন একনাথ শিন্ডে। যদিও এই নিয়ে মোটেই চিন্তিত নয় শিবসেনা।
অন্তত এমনটাই বলছেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, 'একনাথ শিন্ডের সঙ্গে থাকা বিধায়কদের সঙ্গে আলোচনা চলছে, সকলেই থাকবেন শিবসেনায়। আমাদের দল একজন যোদ্ধা, আমরা ধারাবাহিকভাবে লড়াই করব, সর্বোপরি আমরা ক্ষমতা হারাতে পারি তবে আমরা লড়াই চালিয়ে যাব।' ​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us