New Update
/anm-bengali/media/post_banners/6dXCxA1VLOPXakaE6tcw.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ হু হু করে বাড়ছে চেল নদীর জলস্তর। যার জেরে জলপাইগুড়ির একাধিক এলাকা জলমগ্ন। এদিকে তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ায় ডুবছে একের পর এক গ্রাম।
সেইসঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক চাষের জমি। জলমগ্ন মালবাজারের চাঁপাডাঙায়। স্থানীয় সূত্রে খবর, ব্যারেজ থেকে জল ছাড়ার জন্য চেল নদীর জলস্তর হু হু করে বাড়ছে। ​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us