নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ সকাল থেকেই আকাশের মুখ ভার। অন্ধকার করে রয়েছে ডেবরা, সবং,পিংলা এলাকা। চলছে ছিটে ফোঁটা বৃষ্টি। সকাল সকাল বৃষ্টির মধ্যেই মাথায় ছাতা হাতে কাজে বেরিয়েছে মানুষজন।
আপাতত গরম থেকে একবারের স্বস্তি পশ্চিম মেদিনীপুর জেলাবাসীর।