নিজস্ব সংবাদদাতা, সবংঃ দেহ - মন ও আত্মাকে এক করার নাম যোগ। ২০১৪ সালের ২৭ শে সেপ্টেম্বর রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় ভারতের প্রধানমন্ত্রী ২১ শে জুনকে আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে পালনের প্রস্তাব করেন , সেই বছর ১১ই ডিসেম্বর রাষ্ট্রসঙ্ঘের ঘোষণা অনুযায়ী উক্ত তারিখটি আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে পালিত হচ্ছে বিশ্ব জুড়ে । নানান স্থানের সাথে সবংয়ে প্রতি বছর নানান ভাবে আন্তর্জাতিক যোগা দিবস পলন করছে সবং যোগা একাডেমি, সবং সজনীকান্ত মহাবিদ্যালয় ও ক্লাব সেবা সমবেত ভাবে।
২০১৩ সালে প্রতিষ্ঠিত সবং যোগা একাডেমি সবং , তেমাথানী , খেপাল , অর্জুনতলা , বাদলপুর ও পিংলার ধনেশ্বরপুরে ধারাবাহিক ভাবে যোগাসনের শিক্ষা দিচ্ছেন প্রতিষ্ঠানের প্রধান দীপক কুমার শীট। বিকেলে ২০০ জন ছাত্র ছাত্রীর সাথে সমাজের বিশিষ্ঠ জন পা মেলান। পথে, স্থানে স্থানে যোগের কসরত বেশ আকর্ষণীয়। সবং কলেজে বয়স্কদের জন্য প্রতিদিন সকালে বসে পৃথক আসর, ছোটদের প্রশিক্ষণ বিকেলে।
দীপক বাবুর মতে চিকিৎসার ব্যায় কমানো এবং শারীরিক ও মানসিক সুস্থতার জন্য নিয়মিত ও ধারাবাহিক যোগ চর্চার কোন বিকল্প নাই। দীপক বাবুর সহধর্মিণী প্রতিমা সামন্ত শীট বলেন, "পিংলার প্রণতি আমাদের গর্ব , ওকে সামনে রেখেই অনেকে যোগে জায়গা খুঁজে নিতে চাইছে । সবার স্বপ্ন সার্থকতা পাক এই কামনা করি।" অধ্যক্ষ ড. তপন কুমার দত্ত মহাশয় যোগের এই ধারাবাহিকতায় পাশে থাকার আশ্বাস দেন। অভিভাবকদের আরও সচেতন হয়ে শিশুদের যোগের মধ্যে রাখার বার্তা দেন ।