বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ

author-image
Harmeet
New Update
বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ

নিজস্ব সংবাদদাতাঃ এবার বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন খোদ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জানা গিয়েছে, বর্ধমানে দিলীপ ঘোষের সভায় বিশৃঙ্খলা। সভায় ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তুলে চিৎকার। এদিন বর্ধমান শহরে জেলা কার্যালয়ে যান বিজেপির রাজ্য সভাপতি। সেখানে নিজেকে বিজেপি যুব মোর্চার জেলা সহ সভাপতি বলে দাবি করে সভায় ঢুকতে যান এক ব্যক্তি। বাধা দেওয়ায় চিৎকার করে প্রতিবাদ জানান তিনি। বিজেপি নেতা বলে দাবি করা ওই ব্যক্তির অভিযোগ, পুরনো কর্মীদের পরিবর্তে দলে এখন সুযোগ সন্ধানীদের কদর বেশি। তোলাবাজদের নিয়ে দল চালানো হচ্ছে বলেও দাবি করেন ওই ব্যক্তি। যদিও এ নিয়ে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।