New Update
/anm-bengali/media/post_banners/wzT4whGvdqxCO7WgoKA0.jpg)
নিজস্ব প্রতিনিধি -আগমী ২৩ শে জুন ত্রিপুরার ৪টি বিধানসভা আসনে ভোট আর ভোট প্রচারের আজ শেষ দিন। সকাল থেকেই আগরতলা শহরে জুড়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার শুরু হয়েছে।
​
সেই সঙ্গে আজ আগরতলা শহরে তৃণমূল এর পক্ষে ভোট প্রচারে এসেছেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী। আগরতলায় রোড শোয়ে অংশ নেন মিমি।
সেই সঙ্গে এই প্রচারে উপস্থিত ছিলেন ত্রিপুরার তৃণমূলের সদস্য সুবল ভৌমিক, টাউন বড়দোয়ালী কেন্দ্রের প্রার্থী সংহিতা ব্যানার্জি, আগরতলা ৬ এর প্রার্থী পান্না দেব সহ দলের অন্যান্য সদস্যরা।
​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us