চরম সংকটে মহারাষ্ট্রের জোট সরকার, লাভ হতে পারে বিজেপির!

author-image
Harmeet
New Update
চরম সংকটে মহারাষ্ট্রের জোট সরকার, লাভ হতে পারে বিজেপির!

নিজস্ব সংবাদদাতাঃ একনাথ শিণ্ডেকে নিয়ে চরম অস্বস্তিতে পড়েছে মহারাষ্ট্রের জোট সরকার। একাধিক বিধায়ককে সঙ্গে নিয়ে সুরাতের একটি হোটেলে আছেন মহারাষ্ট্রের এই মন্ত্রী বলে খবর। যদিও কংগ্রেস আশাবাদী যে শিণ্ডে শীঘ্রই ফিরে আসবেন।



এদিকে বর্ষীয়ান এনসিপি নেতা শরদ পাওয়ার জানিয়েছেন, তৃতীয়বার সরকার ফেলার চেষ্টা করা হচ্ছে। মুম্বই গিয়ে বাকি শরিকদের সঙ্গে কথ বলব। কিছু না কিছু সমাধান অবশ্যই বেরোবে। একনাথ শিণ্ডে রাগ করেছেন কিনা তা শিবসেনার অভ্যন্তরীণ বিষয়।' ​