New Update
/anm-bengali/media/post_banners/glm7lQ4CPAUGWBEDJ7jD.jpg)
নিজস্ব সংবাদদাতা: ছুটি কাটাতে গিয়ে বিপদে পড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বান্ধবী ও পাঁচ ছেলেমেয়ে-সহ স্পেনের মায়োরকায় ছুটি কাটাতে দুর্ঘটনার কবলে পড়েছে তারকার সুপার কার। পর্তুগিজ মহাতারকার বিলাসবহুল বুগেত্তি ভেইরন দুর্ঘটনার কবলে পড়েছেন।
একটি বাড়ির দেওয়ালে গিয়ে ধাক্কা মারে তাঁর এই গাড়ি। ভারতীয় মুদ্রায় বুগেত্তি ভেইরনের দাম ১৬ কোটি। বাড়ির দেওয়াল এবং রোনাল্ডোর গাড়ি, দুটোই ক্ষতিগ্রস্ত হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us