হরি ঘোষ, পাণ্ডবেশ্বর : পান্ডবেশ্বর বিধানসভার নবগ্রাম পঞ্চায়েতের অধীন কুমারডিহি ওসিপি কলোনি এলাকায় রয়েছে একটি শিশু শিক্ষা কেন্দ্র। কিন্তু বেশ কয়েক মাস ধরে এই শিশু শিক্ষা কেন্দ্রে উপদ্রব বেড়েছে দুষ্কৃতীদের,অভিযোগ এমনই। শিশু শিক্ষা কেন্দ্রে যে সকল ছেলে মেয়েরা পড়ার জন্য আসে তারা নিতান্তই বাচ্চা। তাই তাদের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দেওয়ার প্রয়োজন, এমনটাই মনে করছেন কেন্দ্রের শিক্ষিকা ও কর্মীরা। কিন্তু বেশ কয়েক মাস হল এলাকায় কিছু দুষ্কৃতী স্কুলের পাঁচিল টপকে রাতের অন্ধকারে স্কুলের মধ্যে বসাচ্ছে মদ-গাঁজার আসর। স্কুলের শৌচালয় গুলির তালা ভেঙে নোংরা করে যাচ্ছে প্রত্যেকদিন। এমনই জানিয়েছেন শিশু শিক্ষা কেন্দ্রের কর্মী ও শিক্ষিকারা জানান।
কেন্দ্রের শিক্ষিকা রেখা চক্রবর্তী বলেন, 'প্রত্যেকদিন স্কুল খুলেই যে নোংরা তারা দেখেন তা পরিষ্কার করা দুঃসাধ্য হয়ে উঠছে তাদের পক্ষে। একেবারে স্কুলের কক্ষের বাইরে পড়ে রয়েছে মদের বোতল, গাঁজার কল্কে, দেশলাই এই সমস্ত নোংরা জিনিস।' তিনি জানান তাদের কেন্দ্রের মিটিংয়ে স্কুলের এই সমস্যার কথা জানিয়েছেন তবে সমাধান হয়নি। মঙ্গলবার বিদ্যালয়ে ঢুকতেই দেখেন যত্রতত্র পড়ে রয়েছে মদের বোতল, গ্লাস, গাঁজার কল্কে ইত্যাদি। এমনকি তারা এই অভিযোগ করেন যে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা খারাপ কাজে লিপ্ত হচ্ছে। এই অবস্থায় মঙ্গলবার তারা নবগ্রাম পঞ্চায়েত প্রধান সতন সৌ মন্ডলের কাছে অভিযোগ করবেন বলে জানান। অন্যদিকে হেনা ধারা নামে এক অভিভাবক জানান, তাদের ছোট বাচ্চাদেরকে এই স্কুলে পাঠান প্রাথমিক পড়াশোনার জন্য। কিন্তু স্কুলের যে অবস্থা করছে দুষ্কৃতীরা তাতে স্কুলে আসা ছেলে মেয়েরা কী শিখবে? তাই অবিলম্বে স্কুলের এই দুষ্কৃতী তাণ্ডব বন্ধের আবেদন জানান তিনি। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন এলাকার বাসিন্দারা।