ধসের কারণে ব্যাপক যানজট দার্জিলিং-কালিম্পঙে

author-image
Harmeet
New Update
ধসের কারণে ব্যাপক যানজট দার্জিলিং-কালিম্পঙে

নিজস্ব সংবাদদাতা:  উত্তরবঙ্গে প্রবল বর্ষণের জেরে দার্জিলিং জেলায় ধস। জানা গিয়েছে, দার্জিলিঙের অন্ধেরি ঝোরা এলাকায় প্রবল ধস নেমে বিপর্যস্ত হয়েছে গোটা এলাকায়। আটকে পড়েছেন বহু পর্যটক। রাস্তায় ধসে জেরে থমকে গিয়েছে গাড়ি। জনজীবনও ব্যাহত। সব মিলিয়ে আতঙ্ক গ্রাস করেছে পর্যটকদের। এ দিন ভোরে দার্জিলিং জেলার আন্ধেরিঝোড়ায় ধস নামে ৷ ভোরের দিকে যান চলাচল কম থাকায় সে ভাবে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ৷ অন্যদিকে, কালিম্পঙের মংপো ফটকের কাছে জাতীয় সড়কে দু’টি জায়গায় ধস নামে ৷ যদিও, খবর পাওয়া মাত্র কালিম্পং জেলা প্রশাসন ও বর্ডার রোড অর্গানাইজেশন ওই দু’টি ধস সরিয়ে ঘণ্টাখানেকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করে দেয় ৷ কিন্তু, আন্ধেরিঝোড়ার ধস বড়সড় হওয়ায় এখনও তা সরানো সম্ভব হয়নি ৷