ফের ধাক্কা খেল ভারত

author-image
Harmeet
New Update
ফের ধাক্কা খেল ভারত

​নিজস্ব সংবাদদাতাঃ করোনা আবহে চা রপ্তানিতে ধাক্কা খেল ভারত। চলতি বছরে ৩-৪ কোটি কেজি চা রপ্তানি কমেছে ভারতের। এই বিরাট পতনের কারন হিসেবে বলা হয়েছে মহামারিতে আন্তর্জাতিক বাজারে কম দামি চায়ের উৎপাদনের  জন্য ভারতকে এই ক্ষতির মুখ দেখতে হচ্ছে। ২০১৯ সালে যেখানের ভারতের চা রপ্তানির পরিমান ছিল ৬.৬০ কোটি কেজি  সেখানে ২০২১-এর প্রথম তিন মাসে তা কমে ৪.৮৬ কোটি কেজিতে দাঁড়িয়েছে।



Few less known usage of tea and tea leaves in skin and hair care dgtl -  Anandabazar