​নিজস্ব সংবাদদাতাঃ করোনা আবহে চা রপ্তানিতে ধাক্কা খেল ভারত। চলতি বছরে ৩-৪ কোটি কেজি চা রপ্তানি কমেছে ভারতের। এই বিরাট পতনের কারন হিসেবে বলা হয়েছে মহামারিতে আন্তর্জাতিক বাজারে কম দামি চায়ের উৎপাদনের জন্য ভারতকে এই ক্ষতির মুখ দেখতে হচ্ছে। ২০১৯ সালে যেখানের ভারতের চা রপ্তানির পরিমান ছিল ৬.৬০ কোটি কেজি সেখানে ২০২১-এর প্রথম তিন মাসে তা কমে ৪.৮৬ কোটি কেজিতে দাঁড়িয়েছে।