মুষলধারে বৃষ্টি, জলবন্দি শিলিগুড়ি

author-image
Harmeet
New Update
মুষলধারে বৃষ্টি, জলবন্দি শিলিগুড়ি

নিজস্ব সংবাদদাতাঃ টানা বৃষ্টিতে ভেসে গেলে শহর শিলিগুড়ি। স্থানীয় সূত্রের খবর শহরের বিভিন্ন ওয়ার্ড জলের তলায় চলে গিয়েছে। অনেকেই বাড়ি থেকে বেরতে পারছেন না। নীচু এলাকায় থাকা বহু বাড়িতে জল ঢুকে গিয়েছে। শহরের বাসিন্দাদের একাংশের মতে, এমন পরিস্থিতি গত কয়েকবছরে দেখা যায়নি। গোটা শহর জলমগ্ন হয়ে গিয়েছে। বাসিন্দাদের দাবি সন্ধ্যা থেকেই টানা বৃষ্টি হচ্ছিল। এরপর বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে। পরিস্থিতি এমন হয়ে গিয়েছে যে অনেকে বাড়িও ফিরতে পারছেন না। এদিকে একাধিক ওয়ার্ডের মূল রাস্তা জলে ডুবে গিয়েছে। শিলিগুড়ি পুরনিগমের কন্ট্রোলরুম খোলা হয়েছে। প্রয়োজনে সেখানে ফোন করা যেতে পারে। সেই কন্ট্রোল রুমের নম্বর ৭৫৫৭০৩৫১৯৪।

                          

এদিকে কন্ট্রোল রুমের তরফে জানানো হয়েছে রাতে বৃষ্টি কিছুটা কমছে। জল কিছু জায়গা থেকে নামতে শুরু করেছে। সারা রাত স্থানীয় বাসিন্দাদের পাশে থাকবে পুর নিগম। বাসিন্দাদের অভিযোগ মূলত নিকাশি ব্যবস্থার সমস্যার কারণে এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হল। এটা মানা যায় না। বহু বাড়িতে জল ঢুকে গিয়েছে। বাসিন্দারা জলবন্দি। রাতে তাঁরা কোথায় যাবেন বুঝতে পারছেন না।