নিজস্ব সংবাদদাতাঃ পার্লামেন্ট ভেঙে দিতে বিল আনছে ইজরায়েলের জোট সরকার। আগামী সপ্তাহেই বিলটি আনা হবে বলে সরকারের এক সদস্য জানিয়েছেন। যদি বিলটি পাশ হয় তবে ফের ভোট হবে ইজরায়েলে। এক বিবৃতিতে জোটের দুই শীর্ষস্থানীয় শরিক নেতা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নাফতালি বোনেট এবং বিদেশমন্ত্রী ইয়ার ল্যাপিড জোটকে স্থিতিশীল করার সব রকম প্রচেষ্টা চালিয়েছেন। কিন্তু তারপরেও পরিস্থিতির কোনও বদল হয়নি। তাই পার্লামেন্ট ভেঙে দেওয়ার জন্য আগামী সপ্তাহে একটি বিল পেশ করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা জানিয়েছেন, যদি বিলটি পাশ হয় তবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হবেন ইয়ার ল্যাপিড। জুলাই মাসে ইজরায়েল সফরে আসছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। প্রধানমন্ত্রী হিসাবে ল্যাপিড-ই তাঁকে স্বাগত জানাবেন বলে তাঁরা জানিয়েছেন।