নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে ৩২৩টি শিশু নিহত হয়েছে। একই সময়ে আহত হয়েছে কমপক্ষে আরও ৫৮৬ শিশু।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের দফতর জানিয়েছে, রবিবার ইউক্রেনের পূর্ব ডোনেস্ক অঞ্চলের ঝেলেজনোয়ে গ্রামে গোলা গুলিতে আট বছরের এক কন্যাশিশু আহত হয়েছে। একইদিন খারকিভ অঞ্চলে শার্পনেলের আঘাতে ১৩ ও ১৪ বছরের দুই শিশু আহত হয়েছে।