old_সর্বশেষ খবর ব্লিচিংপাউডার বোঝাই ট্রাকে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য Harmeet 20 Jun 2022 11:46 IST Follow UsNew Updateরাহুল পাসওয়ান, আসানসোল : সোমবার সকালে আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির অন্তর্গত দামাগড়িয়া রেলব্রিজ সংলগ্ন দু নম্বর জাতীয় সড়কের ধারে লাইন হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন লাগার ঘটনাতে এলাকায় চঞ্চল্য। ঘটনাটি সোমবার সকালে দামাগড়িয়া রেলব্রিজের সংলগ্ন এলাকায় হটাৎ ট্রাকটিতে আগুন লেগে যায়। তারপর তা পুড়ে ছাই হয়ে যায়। ট্রাকটিতে ব্লিচিং পাউডার বোঝাই করা ছিল। অল্পের জন্য রক্ষা পান ট্রাকের চালক। ট্রাকটি রাজপুরা থেকে ব্লিচিং পাউডার বোঝাই করে কলকাতা নিয়ে যাওয়া হচ্ছিলো বলে জানান চালক। ঘটনাস্থলে চৌরাঙ্গিফাঁড়ির পুলিশ। দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে বলে খবর। kolkata fire accident asansol truck Incident kultipolicestation bleachingpowder chowrangiphari railbridge nh2 linehotel damagariarailbridge rajpura Read More পরবর্তী প্রবন্ধ পড়ুন