নিজস্ব সংবাদদাতাঃ বাঁ হাতিদের জন্য সুখবর! বাঁ হাতিরাই ডান হাতিদের তুলনায় যৌনজীবনে অনেক বেশি সুখী। একটি আন্তর্জাতিক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। সমীক্ষা অনুসারে, বাঁ হাতিদের মধ্যে ৮৬ শতাংশই যৌন সম্পর্কে অনেক বেশি তৃপ্তি লাভ করেন। ডান হাতিদের মধ্যে এর পরিমাণ মাত্র ১৫ শতাংশ। প্রায় দশহাজার মানুষের মধ্যে সমীক্ষা চালিয়ে এই তথ্য উঠে এসেছে।
সমীক্ষার ফলাফলের ভিত্তিতে এলইএলও একটি সেক্স টয় তৈরি করেছে। যা বিশেষভাবে বাঁ হাতিদের জন্যই তৈরি করা হয়েছে। এই সেক্স টয়ের নাম দেওয়া হয়েছে ডেক্সট্রাস। কোম্পানির দাবি, এই সেক্স টয় ব্যবহারকারীদের যৌন তৃপ্তি বাড়িয়ে দেবে এবং সপ্রতিভ বানাবে। স্ট্রেস বলের আকারে এই সেক্স টয় বানানো হয়েছে। কোম্পানির দাবি, এই বলে চাপ দিলে ভাইব্রেশন চলে আসবে হাতে। আর মস্তিষ্কের ডান দিকে উদ্দীপনার সঞ্চার করবে। বাঁহাতিদের যৌন মানসিকতা পাওয়ার জন্য অন্যরাও এই টয় ব্যবহার করতে পারেন।