নিজস্ব সংবাদদাতাঃ কোনো জটিল সমস্যা, মন খারাপ, রাগারাগি ইত্যাদির দাওয়াই কিন্তু আদর বা সেক্স নয়। সেক্স হয়তো সাময়িক মনকে ভালো রাখবে। কিন্তু দুজনের সম্মতি ছাড়া মেলামেশা একেবারেই উচিত নয়। এতে মনের উপর আরও খারাপ প্রভাব পড়ে।
আগে ভুল বোঝাবুঝির সমাধান করুন। যৌনতা দিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা এড়িয়ে চলুন।