রাহুল পাসওয়ান, বারাবনি : বারাবনির দমহানি বাজার এলাকায় প্রায় আশি থেকে নব্বই বছর পুরনো হাটটি বেশ কয়েক বছর ধরে ডামাডোল অবস্থায় চলে আসছিল। কয়েকদিন আগেই এই হাটটি পুরোপুরি পশ্চিমবঙ্গ সরকারের হাতে চলে আসার পরে আজ বারাবনি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমিত্র প্রতিম প্রধান হাটে টোটাল কত জায়গা রয়েছে তা খতিয়ে দেখেন এবং কিছু মানুষের সঙ্গে কথা বলেন।
তিনি জানান, 'এই হাটটা বহু পুরনো। এখানে যারা হাটে কেনাবেচা করার জন্য আসেন তাদের জন্য আমরা নোংরা পরিষ্কার করে দেব। আর মঙ্গলবার থেকে সমস্ত কিছু ফুলফিল করে দেওয়া হবে যাতে কারো কোনো অসুবিধা না হয়।' সমষ্টি উন্নয়ন আধিকারিক এর সঙ্গে ছিলেন বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোরঞ্জন মন্ডল, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য অসিত সিং,বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি মালা বাউরী।