হিমালয় থেকে অসুস্থ বৃদ্ধকে বাড়ি ফেরালেন পর্বতারোহীরা

author-image
Harmeet
New Update
হিমালয় থেকে অসুস্থ বৃদ্ধকে বাড়ি ফেরালেন পর্বতারোহীরা

রাহুল পাসওয়ান, আসানসোল : রূপনারায়ণপুরের তিন পর্বতারোহী নিজের জীবনের ঝুঁকি নিয়ে হিমালয় থেকে এক বৃদ্ধর জীবন বাঁচিয়ে বাড়ি ফেরালেন।



 

পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের রূপনারায়নপুর এর তিন পর্বতারোহী নিজের জীবনের ঝুঁকি নিয়ে দমদমের বাসিন্দা ৭২ বছর বয়সী এক বৃদ্ধকে বাঁচিয়ে ফেরালেন। যারা এই কাজ করেছেন তারা হলেন রূপনারায়ণপূরের বাসিন্দা চিন্ময় মিশ্র ( সাজু ), কৌশিক মন্ডল ও বিপ্লব মন্ডল।তাদের নেশা বিভিন্ন পাহাড় পর্বতে ঘুরে বেড়ানো আর সেই ঘুরে বেড়ানোর অভিজ্ঞতায় এক নতুন আনন্দ তারা পেলেন বরফের হিমালয়ের উচ্চতা থেকে এক অসুস্থ বৃদ্ধকে তার বাড়ি পৌঁছাতে পেরে।





 

একেবারে অসুস্থ ৭২ বছরের অমল কুমার দাস কে দমদমের বাড়িতে পৌঁছানোর বাবস্থা করে তারা। আজ রবিবার ১৯ জুন সকালে নিজেদের বাড়ি ফিরেছেন রূপনারায়ণপূরের তিন পর্বতারোহী।রূপনারায়ণপুরের বাড়ি ফিরে ফিরে চিন্ময় মিশ্র (সাজু) এই ঘটনার বিষয়ে কী বললেন দেখে নেওয়া যাক ।