New Update
/anm-bengali/media/post_banners/uidhASTaw06wvfFtz3ew.jpg)
নিজস্ব সংবাদদাতা: ১৮৮৩ সালের গ্রীষ্মে, জাভা এবং সুমাত্রা দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থিত সুন্দা প্রণালীর একটি ক্যালডেরা অশান্ত হয়ে উঠেছিল। এরপর, ২৬ অগস্ট, জলের তলায় অবস্থিত একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল। ক্রাকাতোয়া ইতিহাসে এটি অন্যতম মর্মান্তিক ঘটনা। যা জলের নীচে লুকিয়ে থাকা একটি অগ্ন্যুৎপাত।
প্রায় দেড় শতাব্দী পরে, ২০২২ সালের ১৫ জানুয়ারী, জলের নীচের আরও একটি আগ্নেয়গিরি জ্বলে উঠেছিল। এবার টঙ্গার উপকূলে। বিজ্ঞানীরা জলতলে অবস্থিত আগ্নেয়গিরি নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করেছেন বহু। খোঁজ এখনও চলছে। জলের তলার দৈত্য ঘুম ভাঙার আগে সজাগ হতে চাইছেন তাঁরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us