জিমন্যাস্টিকে ব্রোঞ্জ জিতলেন পিংলার প্রনতি

author-image
Harmeet
New Update
জিমন্যাস্টিকে ব্রোঞ্জ জিতলেন পিংলার প্রনতি

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেলেন পিংলার প্রনতি নায়েক। শুক্রবার রাতে কাতারের দোহায় ভল্টের ফাইন্যালে ১৩.৩৬৭ স্কোর করে তৃতীয় হন প্রনতি। ১৪.০৮৪ স্কোর করে সোনা জিতেছেন দক্ষিন কোরিয়ার ইয়ো সেওজেয়ং। রুপা পেয়েছেন জাপানের মিয়াতা শোকে। তাঁর স্কোর ১৩.৮৮৪।

 ২০১৯ সালে ম্যাঙ্গোলিয়াতে প্রনতি ব্রোঞ্জ পেয়েছিলেন। দোহায় এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস এ ব্রোঞ্জ পাওয়ার পর আরও বড় মঞ্চে নিজেকে প্রমান করার সুযোগ পাচ্ছেন প্রনতি। কারণ এই সাফল্য পাওয়ার পর ওয়ার্ল্ড আর্টিস্টিক চ্যাম্পিয়নশিপে অংশগ্রহন করতে পারবেন প্রনতি। এই প্রতিযোগিতা হবে অক্টোবর-নভেম্বর মাসে, লিভারপুরে। গতবারের অলিম্পিকে অংশগ্রহন করে কিছুটা বিফল হয়েছিলেন প্রনতি। আবার কি সেই সুযোগের দিকেই এগোচ্ছেন প্রনতি? সেই প্রশ্ন থাকছেই। তবে এই খবর পেয়ে বাড়ির লোক খুবিই খুশি। প্রনতি আবার তার লক্ষ্যের দিকে এগোচ্ছেন। প্রনতিকে শুভেচ্ছা জানিয়েছেন এলাকার বিধায়ক অজিত মাইতিও।