এবার মোবাইলেই দেখা যাবে লোকসভার কাজ, কীভাবে?

author-image
Harmeet
New Update
এবার মোবাইলেই দেখা যাবে লোকসভার কাজ, কীভাবে?

নিজস্ব সংবাদদাতাঃ লোকসভার কাজ এবার মোবাইলেই দেখা যাবে। এই বিষয়ে একটি মোবাইল অ্যাপ তৈরি করা হচ্ছে। এই অ্যাপে মানুষ সংসদের পুরো কার্যক্রম ফোনে দেখতে পারবেন। লোকসভার স্পিকার ওম বিড়লা সংসদ সভায় অনুষ্ঠিত একটি পিসিতে এই কথা বলেছেন। তিনি বলেন, সংসদ সম্পর্কিত আরও বেশি করে তথ্য জনগণের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য একটি অ্যাপ তৈরি করা হচ্ছে। এ বিষয়ে লোকসভার স্পিকার ওম বিড়লা বলেছেন, এই অ্যাপটি কেবল লোকসভা টিভি লাইভ সম্প্রচার করবে না, সংসদের পুরানো কার্যক্রমের ও হিসাব নেবে। অর্থাৎ এই অ্যাপের মাধ্যমে মানুষ এখন সংসদের পুরো কার্যক্রম মোবাইল ফোনে সরাসরি দেখতে পারবেন।