নিজস্ব সংবাদদাতাঃ টেনিস কোর্টে তিনি চ্যাম্পিয়ন। এই মুহূর্তে স্বপ্নের ফর্মে রয়েছেন বিশ্বের ১ নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ। ম্যাচের পর ভক্তদের একটা সুন্দর দৃশ্য উপহার দিলেন নোভাক। আর তাতেই মন জয় করে নিলেন সবার। গ্যালারি থেকে গোটা ম্যাচ জুড়েই গলা ফাটাচ্ছিলেন সার্বিয়ান তারকার এক ক্ষুদে ভক্ত। প্রতি মুহূর্তে জকোভিচকে উৎসাহ দিচ্ছিলেন তিনি। প্রথম সেটে জোকার পিছিয়ে যাওয়ার পরও একটুও ভেঙ্গে পড়েননি সেই ক্ষুদে ভক্ত। ম্যাচ জিতে সেই ভক্তকেই উপহার দিলেন জোকার। নিজের র্যাকেটটি সেই ভক্তের হাতে তুলে দেন তিনি।