বিক্ষোভের মাঝেই অগ্নিপথ নিয়ে কঙ্গনার মুখে সরকারের প্রশংসা

author-image
Harmeet
New Update
বিক্ষোভের মাঝেই অগ্নিপথ নিয়ে কঙ্গনার মুখে সরকারের প্রশংসা

নিজস্ব সংবাদদাতাঃ 'অগ্নিপথ' প্রকল্পকে ঘিরে একদিকে যখন দেশজুড়ে বিক্ষোভ চলছে তখন এই প্রকল্পকে সমর্থন করলেন বলিউডের 'কুইন' খ্যাত কঙ্গনা রানাউত। তিনি এই উদ্যোগগুলি গ্রহণের জন্য সরকারের প্রশংসা অবধি করেছেন। 






অভিনেত্রী ইন্সটাগ্রাম স্টোরিতে লিখেছেন, "ইসরায়েলের মতো অনেক দেশ তাদের সমস্ত যুবকদের জন্য সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছে, কয়েক বছর ধরে সবাই সেনাবাহিনীকে শৃঙ্খলা, জাতীয়তাবাদ এবং আপনার দেশের সীমান্ত রক্ষা করার অর্থ কী তা শেখার জন্য দেয়। অগ্নিপথ প্রকল্প শুধু কেরিয়ার গড়ার বা রোজগার করার উপায় নয় এর ভিন্ন মানে রয়েছে। আগেকার দিনে গুরুকুলে যেতে হত এটাও প্রায় তেমনই আর এর জন্য টাকাও দেওয়া হচ্ছে। যুবপ্রজন্মের একটা বড় অংশ মাদক এবং পাবজি-র মতো গেমের নেশায় ধ্বংস হয়ে যাচ্ছে, তাঁদের সংশোধন প্রয়োজন।"