New Update
/anm-bengali/media/post_banners/OGT14yGOytkA40wAzOx1.jpg)
নিজস্ব সংবাদদাতা: চলতি বছরে ধারাবাহিক ফর্মে রয়েছেন রাফায়েল নাদাল। অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার পর জিতেছেন ফরাসি ওপেন। ২২টা গ্র্যান্ড স্লাম ইতিমধ্যে জিতে ফেলেছেন নাদাল। এখন তাঁর ভাবনায় ঢুকে পড়েছে উইম্বলডন।
​
ফর্ম ধরে রাখতে পারলে ২৩তম গ্র্যান্ড স্লাম জিততে পারেন স্প্যানিশ তারকা। নাদাল বলেছেন, "উইম্বলডনে খেলাটাই আমার লক্ষ্য।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us