নিজস্ব সংবাদদাতাঃ ফের গ্রেফতার করা হল বাবু মাস্টার ওরফে ফিরোজ কামাল গাজিকে। শুক্রবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর কাছে অস্ত্র রয়েছে, এমনই খবর ছিল হাসনাবাদ থানার পুলিশের কাছে। গোপন সূত্রে সেই খবর পেয়েই এদিন রাতে তল্লাশি চালায় পুলিশ। হাসনাবাদ থানার মুরারিশাহ গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গাজীপুর থেকে গ্রেফতার করা হয় বাবু মাস্টারকে। তাঁর কাছ থেকে একটি সেভেন এমএম পিস্তল ও বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে খবর, এদিন রাতে ভবানীপুর মডেল বাজারে বাবু মাস্টার নিজের বাড়িতে ফিরছিলেন। সেই সময় পুলিশ তাঁকে গ্রেফতার করে। কেন তাঁর সঙ্গে ওই পিস্তল ও গুলি ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।