ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে কর্মী নিয়োগ, আবেদন না করলে পস্তাবেন

author-image
Harmeet
New Update
ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে কর্মী নিয়োগ, আবেদন না করলে পস্তাবেন

নিজস্ব সংবাদদাতাঃ মন্দার ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে খুলে যাচ্ছে চাকরির একাধিক দরজা। বেসরকারির পাশাপাশি সরকারি চাকরিরও একাধিক সুযোগ তৈরি হচ্ছে। আপনিও যদি সরকারি চাকরি করতে চান, তবে আপনার জন্য দারুণ সুযোগ দিচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও। এই কেন্দ্রীয় সংস্থার তরফে জানানো হয়েছে, বিজ্ঞানী সহ গ্রুপ এ-র বিভিন্ন পদে নিয়োগ শুরু হয়েছে। দেশের প্রতিরক্ষা খাতে বৈজ্ঞানিক গবেষণা, ডিজাইন, টেস্টিং ও গুণগত মান পরীক্ষার জন্য টেকনিক্যাল সার্ভিসে কর্মী নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য অনলাইনে সরাসরি https://rac.gov.in ওয়েবসাইটে লগ ইন করতে হবে এবং ডিআরডিও-র ডিআরডিএস ক্যাডারের অধীনে বিজ্ঞানী পদে আবেদন জানাতে হবে।

                   

ডিআরডিও-র তরফে জানানো হয়েছে, মোট ৫৮টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে গ্রুপ সি থেকে শুরু করে গ্রুপ এফ অবধি বিভিন্ন শূন্যপদে নিয়োগ করা হবে। বিজ্ঞানী (এফ)- মোট তিনটি শূন্যপদ রয়েছে। বিজ্ঞানী (ই)- মোট ছয়টি শূন্যপদে নিয়োগ করা হবে। বিজ্ঞানী (ডি)- মোট ১৫টি শূন্যপদ রয়েছে। বিজ্ঞানী (সি)- মোট ৩৪টি শূন্যপদে নিয়োগ করা হবে। ১ জুন থেকে এই শূন্যপদগুলোতে নিয়োগের জন্য আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ জুন।