New Update
/anm-bengali/media/post_banners/OUyk29oMz3xaMk9thvI2.jpg)
নিজস্ব সংবাদদাতা, অন্ডাল: অন্ডালের কাজোরা মোড়ে মঙ্গলবার রাতে অন্ধকারে একটি ব্যাংকের এটিএম ভেঙে চুরির ঘটনা ঘটেছিল। যার তদন্তে এবার নামল গোয়েন্দা দল। শুক্রবার কলকাতার ভবানী ভবন থেকে গোয়েন্দা বিভাগের একটি দলের সঙ্গে ছিলেন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টরা। তাঁরা এটিএম কাউন্টার পরিদর্শন করেন এবং যে ভাঙা এটিএম মেশিন থেকে টাকা লুট করা হয়েছিল সেই এটিএম মেশিনটি খতিয়ে দেখেন।
ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে মেশিনের বিভিন্ন দিক খতিয়ে দেখেছেন তাঁরা। ভবানী ভবন থেকে আসা ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট শৈবাল দত্ত জানান, যেহেতু ব্যাপারটা এখন আদালতের অধীনে, তাই তদন্তের স্বার্থে অনেক কিছু গোপন রাখতে হচ্ছে। তবে তিনি জানান যে তাঁদেরকে ডাকা হয়েছিল, তারা এসেছেন। নমুনা সংগ্রহ করে আবার ফিরে যাবেন। সমস্ত নমুনা পরীক্ষা করার পর আরও তথ্য উঠে আসবে বলে মনে করা হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us