New Update
/anm-bengali/media/post_banners/mMwQ8uAaIubVclvLQhq6.jpg)
দিগ্বিজয় মাহালী, গড়বেতাঃ গড়বেতা থানার সাইনাড়া গ্রামে জুয়া খেলাকে কেন্দ্র করে বচসার জেরে এক যুবকের মৃত্যু হল।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে কীর্তনের আসর বসেছিল গ্রামে। কীর্তন চলাকালীন জুয়া খেলছিলেন কয়েকজন যুবক। এরপর জুয়ার গুটি চালাচালিকে কেন্দ্র করে জুয়া পার্টির সঙ্গে মৃত যুবক হরিপদ হাজারীর বচসা শুরু হয়। মাঝরাতে তাকে মৃত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে। বাড়ির লোকের অভিযোগ, জুয়া খেলায় হরিপদকে পিটিয়ে মেরেছে জুয়া পাটিরা। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ইতিমধ্যে ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার দীনেশ কুমার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us