New Update
/anm-bengali/media/post_banners/raRalhLHnKuWeVilNEeg.jpg)
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুরঃ শুক্রবার স্বর্গীয় পন্ডিত অনিল কুমার দাসের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর তিন মেয়ে জামাই ও গুণমুগ্ধ ছাত্র ছাত্রী সহ মেদিনীপুর জেলার অগণিত সাহিত্য সংগীত অনুরাগী গণ এই অনুষ্ঠানের আয়োজন করেন।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামল পাল, বকুল পাল, লক্ষী পাল, সর্বেশ্বর বেরা, অসিত বেরা, কল্পনা ভক্ত, মুকুল মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ ভৌমিক। তাঁর মেয়েরা তাঁদের বাবার গানের পরম্পরা কে স্মরণ করে এই অনুষ্ঠান আয়োজন করেন।​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us