New Update
/anm-bengali/media/post_banners/dq0hYegYDhIKL933oFQb.jpg)
নিজস্ব সংবাদদাতা: ক্রীড়া মহলে এখন নীরজ চোপড়াকে নিয়ে লাগাতার চর্চা চলছে। সম্প্রতি জ্যাভলিন লিক্ষেপে নতুন রেকর্ড গড়েছেন তিনি। এবার তাঁর কাঁধে দেওয়া হল নতুন দায়িত্ব। বৃহস্পতিবার আসন্ন কমনওয়েলথ গেমসের জন্য ৩৭ দলের অ্যাথলেটিক্স টিম ঘোষণা করা হয়েছে ।
সেই দলের নেতৃত্বের ব্যাটন থাকছে নীরজের হাতে। নীরজ ছাড়া রয়েছেন ডিপি মানু এবম রোহিত যাদব ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us