প্রকাশিত জয়েন্ট এন্ট্রান্সের ফল, দ্বিতীয় কলকাতা

author-image
Harmeet
New Update
প্রকাশিত জয়েন্ট এন্ট্রান্সের ফল, দ্বিতীয় কলকাতা

নিজস্ব সংবাদদতা : রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ। অগাস্ট মাসে কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশন। তৃতীয় সপ্তাহে শুরু রেজিস্ট্রেশন। গতবারের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা ২০ শতাংশ বেশি ছিল। পরীক্ষার ৪৮ দিনের মাথায় হল ফল প্রকাশ। মেরিট লিস্টে দ্বিতীয় স্থানে কলকাতা। 



জেলাগুলির মধ্যে এগিয়ে উত্তর ২৪ পরগনা। প্রথম ও দ্বিতীয় যারা হয়েছেন তাদের নাম এক, হিমাংশ শেখর। প্রথম জন ব্যারাকপুরের। দ্বিতীয় জন শিলিগুড়ির বাসিন্দা। মোট পরীক্ষার্থী ৮১, ৩৯৩ জনের মধ্যে সফল ৮০, ১৩২ জন। মূল্যায়নে এবার সাত - আট দিন সময় লেগেছে বলে জানানো হল বোর্ডের তরফে।