New Update
/anm-bengali/media/post_banners/hFD0cwJRpVaLH471k79j.jpg)
নিজস্ব সংবাদদাতা: দায়িত্ব বাড়ল এটিকে মোহন বাগান কোচ জুয়ান ফেরান্ডোর। যুব দল থেকে ফুটবলার বাছাই করার কাজও তিনি করবেন। এছাড়াও তাঁকে এই কাজে সাহায্য করবেন তাঁর সহকারীরা। ২০ জুন থেকে যুবভারতীতে শুরু হবে সবুজ-মেরুনের তিনটি বয়সভিত্তিক দলের প্রাথমিক নির্বাচন।
কিয়ান নাসিরি, সুমিত রাঠি, ফারদিন আলি মোল্লারা এক সময় এটিকে মোহন বাগানের যুব দল থেকেই উঠে এসেছিলেন। সেই পথেই আরও এগিয়ে যেতে চাইছে সবুজ-মেরুন ব্রিগেড।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us