৪ দিনেও খোঁজ নেই কয়লা খনির ৪ কর্মচারীর, বাড়ছে চিন্তা

author-image
Harmeet
New Update
৪ দিনেও খোঁজ নেই কয়লা খনির ৪ কর্মচারীর, বাড়ছে চিন্তা

নিজস্ব সংবাদদাতাঃ সোমবার পাকিস্তানের একটি কয়লা খনি থেকে ৪ জন কর্মচারীকে অপহরণ করে নিয়ে যায় বেশ কয়েকজন সশস্ত্র দুষ্কৃতি।  ঘটনার তদন্ত শুরু করে পাকিস্তান পুলিশ। 



8 miners killed in coal mine collapse in NW Pakistan


বৃহস্পতিবার সেই ঘটনার ৪ দিন কাটলেও এখনও পর্যন্ত নিখোঁজ কর্মচারীদের কোনও খোঁজ পাওয়া যায়নি। যার ফলে নিখোঁজ কর্মচারীদের পরিবারের সদস্যদের মধ্যে ক্রমশই চিন্তা বাড়ছে।


Study highlights unfair treatment to Tharis, inhuman conditions at coal  mining sites - Pakistan - DAWN.COM