আগরতলায় পুলিশ অফিসারের কাছে লাঞ্ছিত হওয়ার অভিযোগ কংগ্রেসের জাতীয় মহিলা নেত্রীর

author-image
Harmeet
New Update
আগরতলায় পুলিশ অফিসারের কাছে লাঞ্ছিত হওয়ার অভিযোগ কংগ্রেসের জাতীয় মহিলা নেত্রীর

নিজস্ব প্রতিনিধি - বৃহস্পতিবার আগরতলার সচিবালয়ের সামনে কংগ্রেসের বিক্ষোভ চলাকালীন পশ্চিম আগরতলা থানার ওসি সুব্রত চক্রবর্তীর বিরুদ্ধে কংগ্রেস মহিলা নেত্রী সরিতা লাইটফালাং শ্লীলতাহানির অভিযোগ তুলেছে।আগরতলায় কংগ্রেসের সদস্যরা দিল্লিতে রাহুল গান্ধীকে ইডির জিজ্ঞাসাবাদের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদের আয়োজন করেছিল সেখানেই ঘটে এই ঘটনা। 

পরে পুলিশ কয়েকজন কংগ্রেস কর্মীকে আটকও করে বলে জানা গেছে।সুত্রের খবর নারী কর্মীদের বাধা দেওয়ার জন্য মহিলা পুলিশের বদলে পুরুষ পুলিশ ব্যবহার করার পরে প্রতিবাদটি আরও গম্ভীর পর্যায়ে চলে যায়, এবং বিক্ষোভ চলাকালীন, সরিতা লাইটফালাং অভিযোগ করেন যে তাকে ওসি- সুব্রত চক্রবর্তী লাঞ্ছিত করেছে।সুব্রত তার শরীরের অনুপযুক্ত স্থানে স্পর্শ করেছিলেন বলে অভিযোগ করেন সরিতা। মিডিয়াকে উদ্দেশ্যে করে লাইটফালাং আরও বলেন, "ওসি সুব্রত চক্রবর্তী আমাকে লাঞ্ছিত করেছেন এবং বেশিরভাগই পুরুষ পুলিশ কর্মকর্তা এবং তাদের অনেকেই আমাদের নারী কর্মীদের লাঞ্ছিত করেছেন। মা ত্রিপুরা সুন্দরীর স্থানে একজন নারীকে লাঞ্ছিত করা হবে তা আমি সহ্য করতে পারছি না। আজ আমাকে অপমান করা হয়েছে। আমি আজ ত্রিপুরার জনগণের কাছে ন্যায়বিচার চাই। আমাকে বিচার দিন। আজকে আমার সঙ্গে এমন হয়েছে এবং কাল আপনার মেয়ের সঙ্গেও ঘটবে।"