আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই মৌসুমী বায়ুর আগমন

author-image
Harmeet
New Update
আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই মৌসুমী বায়ুর আগমন

নিজস্ব প্রতিনিধি-ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) বৃহস্পতিবার ওড়িশায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আগমন নিশ্চিত করেছে।আবহাওয়া দফতরের মতে, আগামী ২-৩ দিনের মধ্যে ঝাড়খণ্ড সহ আরও কিছু অংশে বর্ষার অগ্রগতির জন্য পরিস্থিতি অনুকূল।



"উত্তর আরব সাগরের কিছু অংশ, গুজরাট রাজ্য, মধ্যপ্রদেশ, বিদর্ভের অবশিষ্ট অংশ, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমমধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর, ছত্তিশগড় ও ওড়িশার আরও, কিছু অংশে মৌসুমী বায়ু অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূল।গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উপ-হিমালয় পশ্চিমবঙ্গের অবশিষ্ট অংশ, বিহারের আরও কিছু অংশ এবং পূর্ব উত্তর প্রদেশের কিছু অংশে আগামী ২-৩ দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে,” IMD বলেছে।