New Update
/anm-bengali/media/post_banners/CBkIcVtgONf1yjEScB0E.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ অন্তবর্তী জামিন পেলেন হিরে ব্যবসায়ী মেহুল চোকসি। জানা গিয়েছে, চিকিৎসাজনিত কারণে তিনি ফিরতে পারবেন অ্যান্টিগাতে। সোমবার এমনই রায় দিয়েছে ডমিনিকা আদালত। সূত্র মারফত খবর, স্নায়ুর সমস্যায় ভুগছেন পিএনবি দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত মেহুল। সেই চিকিৎসার জন্যই অ্যান্টিগায় ফেরার ছাড়পত্র পেয়েছেন তিনি। সুস্থ হওয়া অবধি জামিনের মেয়াদ থাকবে বলেই নির্দেশ দিয়েছে আদালত।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us