'পাকিস্তান ক্রমশ নিজেদের বেড়াজালেই রক্তাক্ত হচ্ছে'

author-image
Harmeet
New Update
'পাকিস্তান ক্রমশ নিজেদের বেড়াজালেই রক্তাক্ত হচ্ছে'

নিজস্ব সংবাদদাতাঃ জম্মু-কাশ্মীর সফরে গিয়ে পাকিস্তানকে এক হাত নিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, 'পাকিস্তানের একটা নীতি রয়েছে। পাকিস্তানের লক্ষ্য হল ১০০০টি কাটা দিয়ে ভারতকে রক্তাক্ত করা। কিন্তু এমনই দুর্দশা যে ওরা নিজেদের বেড়াজালেই রক্তাক্ত হয়ে যাচ্ছে।' 





রাজনাথ সিং শ্রীনগর বিমানবন্দরে পৌঁছান যেখানে আইজিপি কাশ্মীর এবং ডিসি বুদগাম সহ সেনাবাহিনী, পুলিশ ও বেসামরিক প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান। প্রতিরক্ষামন্ত্রী তাঁর সফরকালে অগ্রবর্তী এলাকাগুলি পরিদর্শন করবেন এবং সৈন্যদের সঙ্গে কথা বলবেন। শুক্রবার জম্মুতে মহারাজা গুলাব সিং'-এর ২০০ তম বার্ষিকী 'রাজ্যঅভিষেক অনুষ্ঠানে' যোগ দেবেন তিনি।