সিঙ্গল বেঞ্চের সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতে রাজ্য

author-image
Harmeet
New Update
সিঙ্গল বেঞ্চের সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতে রাজ্য

নিজস্ব সংবাদদাতাঃ প্রাথমিক টেট দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ রাজ্য। বৃহস্পতিবার আদালতের উল্লেখ পর্বে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার অনুমতি চেয়েছিলেন রাজ্যের আইনজীবী। অনুমতি মেলার পরই মামলা দায়ের করেছে রাজ্য। তাঁদের দাবি, কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ রাজ্যের তদন্তকারী সংস্থাগুলোর মত না শুনেই একতরফা সিবিআই তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। আগামী সপ্তাহের শুরুতেই ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে। ২০১৪ সালের প্রাইমারি টেটে দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। রাজ্যের দাবি, গতকাল অর্থাৎ বুধবার পর্যদের রিপোর্ট চেয়েছিল আদালত। রিপোর্ট জমাও পড়েছিল। কিন্তু পর্ষদ বা রাজ্যের কোনও তদন্তকারী সংস্থার কোনও বক্তব্য আদালত শোনেনি। তার আগেই সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই রায় নিয়ে আপত্তি রয়েছে রাজ্যের। 

          

আদালতে জমা দেওয়া পর্ষদের রিপোর্টে বলা হয়, ২৬৯ নয়, বাড়তি ১ নম্বর করে দেওয়া হয়েছিল ২৭৩ জনকে। টেটের প্রশ্নপত্রে ভুল ছিল, তাই নম্বর বাড়ানোর দাবিতে পর্ষদের কাছে মোট ২৭৮৭টি আবেদনপত্র জমা পড়েছিল। এদের মধ্যে ২৭৩ জন প্রশিক্ষিত প্রার্থী ছিলেন, যাদের বাড়তি ১ নম্বর করে দেওয়া হয়েছিল। পর্ষদ আরও জানিয়েছিল, ২০১৪ সালে টেট হয়েছিল অফলাইনে। তাই অনুত্তীর্ণ প্রার্থীদের তালিকা পর্ষদের কাছে ছিল না। ফলে এই ১৮ লক্ষের বেশি অসফল প্রার্থীদের মধ্যে থেকে প্রশিক্ষিত এবং ১ নম্বরের জন্য অনুত্তীর্ণ প্রার্থীদের খুঁজে বের করে বাড়তি ১ নম্বর দেওয়া পর্ষদের পক্ষে সম্ভব হয়নি।