New Update
/anm-bengali/media/post_banners/jUilVmouw4ejT2ynWXP0.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ২০২০ সালের ১৬ জুন ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের জেরে অশান্ত হয়ে উঠেছিল গালওয়ান ভ্যালি। এবার এই নিয়ে এবার স্মৃতিচারণ করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি টুইট করেন, 'গালওয়ানের সেই সব বীরদের স্মরণ করছি, যারা দেশের সম্মানের জন্য সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন এবং ২০২০ সালের ১৫-১৬ জুন তাদের জীবন উৎসর্গ করেছেন। তাদের সাহস, সাহসিকতা ও সর্বোচ্চ ত্যাগ কখনও ভোলা যাবে না। আমি সেই সব সাহসীদের প্রতি শ্রদ্ধা জানাই।'
Remembering the heroes of Galwan who fought valiantly for the honour of the country and laid down their lives on June 15-16, 2020. Their courage, bravery and supreme sacrifice will never be forgotten. I pay homage to those bravehearts.
— Rajnath Singh (@rajnathsingh) June 16, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us