New Update
/anm-bengali/media/post_banners/Orsbw53ZR6TCct7aW3p1.jpg)
নিজস্ব সংবাদদাতা: সুনীল ছেত্রীর পরে জাতীয় দলের হাল কে ধরবেন? এই প্রশ্ন এখনই প্রায়শই উঠছে। যার উত্তরে এক বাক্যে কেউ বলছেন লিস্টন কোলাসোর নাম। বুধবার কলকাতার পাঁচতারা হোটেলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছিল ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন।
​
সেখানে দেশের বর্ষসেরা ফুটবলারের সম্মান পেয়েছেন লিস্টন কোলাসো। সেরা প্রতিশ্রুতিমান ফুটবলারের অ্যাওয়ার্ড পেয়েছেন আকাশ মিশ্র। এবার মহিলা ফুটবলারদেও পুরস্কৃত করেছেন অ্যাসোসিয়েশন। বর্ষসেরার পুরস্কার পেলেন অঞ্জু তামাং।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us