New Update
/anm-bengali/media/post_banners/3NhvL6OMlMLOgGHalNsk.jpg)
নিজস্ব সংবাদদাতা: বাংলা ক্রীড়া মহলে ফের দৃষ্টান্ত স্থাপনের পথে মোহনবাগান ক্লাব। আগেই জানা গিয়েছিল ক্লাবে একটি লাইব্রেরি তৈরি করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে থাকবে খেলা সম্পর্কিত বিভিন্ন বই। সেই সঙ্গে জানা গিয়েছে, আগামী সময়ে ক্লাবের লনে বইমেলা আয়োজন করার ভাবনা রয়েছে কর্তাদের।
​
সেখানে খেলার ওপরে লেখা বিভিন্ন বইয়ের সম্ভার দেখা যাবে। সাধারণ মানুষের বই এবং খেলার প্রতি আবেগের কথা মাথায় রেখে অভিনব এই উদ্যোগ মোহনবাগানের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us