New Update
/anm-bengali/media/post_banners/UihQzw7v9NTgE6AqZZJ5.jpg)
সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি: দু-বছর ধরে করোনা আবহের মধ্যেই জাঁকজমক ছাড়া শিলিগুড়ির ইস্কন মন্দিরে রথযাত্রা পালিত হলো। তবে খামতি ছিল না জগন্নাথের সেবায়। খোল, কর্তাল বাজিয়ে জগন্নাথের নাম নিয়ে মন্দির প্রাঙ্গণেই রথ টানতে দেখা গেলো জগন্নাথের সেবায় মত্ত ভক্তদের। প্রতি বছর এই রথ শহরের বিভিন্ন রাস্তা দিয়ে ঘোরানো হয় এবং খুব উৎসাহ সহকারে ভক্তদের দেখা যায় রথের দড়ি টানতে। তবে এবছর সাধারণ মানুষের কথা ভেবে ও করোনা বিধি নিষেধকে মান্যতা দিয়ে মন্দিরেই ঘুরল রথের চাকা। এদিন ইসকন মন্দিরের রথের দড়ি টানতে দেখা যায় শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মাকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us