দুপুর একটায় যা হয়

author-image
Harmeet
New Update
দুপুর একটায় যা হয়

নিজস্ব সংবাদদাতাঃ মেয়েরাও দুপুরের এরকম একটা সময়ে আকর্ষণীয় পুরুষ দেখে উত্তেজিত হতে পারেন। তবে সমীক্ষা বলছে, তেমনটা খুব কম-ই হয়। মেয়েরা না কি বিরহের সময়টাতেই সবচেয়ে উত্তেজিত বোধ করেন।

                           


ইউনিভার্সিটি অফ টেক্সাস একদা একটি পরীক্ষা চালিয়েছিল লং-ডিসট্যান্স রিলেশনশিপে থাকা পাঁচটি মেয়েকে নিয়ে। প্রিয় পুরুষটিকে দেখার আগে, দেখার পরে, মিলনের পরে এবং দূরে চলে যাওয়ার আগে তাঁদের স্যালাইভা পরীক্ষা করে দেখা হয়। সেই সমীক্ষাই বলছে, পুরুষটি দূরে চলে যাওয়ার ঠিক আগের দিন আসন্ন বিরহের কথা ভেবেই রীতিমতো উত্তেজিত হয়ে ছিলেন পাঁচ মহিলা-ই!