ছ’টায় ষড়রিপুর চাপ

author-image
Harmeet
New Update
ছ’টায় ষড়রিপুর চাপ

নিজস্ব সংবাদদাতাঃ সারা রাত ভাল করে ঘুমিয়ে নিলে ভোর ছ’টা থেকেই না কি ষড়রিপু ছেলেদের চাপ দিতে শুরু করে। সবার প্রথমে হামলা করে কাম। আসলে ছেলেরা যত শান্তি করে ঘুমান, তত-ই নাকি টেস্টোস্টেরন ক্ষরণের মাত্রা বাড়তে থাকে। আমেরিকার মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সমীক্ষা বলছে, মাত্র ঘন্টা পাঁচেক নিরুপদ্রব ঘুম হলেই নাকি ছেলেরা প্রায় ১৫ গুণ বেশি সক্রিয় হয়ে থাকেন।

                              


আর তারপরে যদি ইচ্ছাপূরণ না হয়? তখন ধাপে ধাপে কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে লোভ, লোভ থেকে মোহ, মোহ থেকে হতাশায় মদ এবং সবার শেষে অন্যের বউকে দেখে মাৎসর্য বা পাতি হিংসে!